September 11, 2025, 5:33 pm

নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করছেন ৫২ নং ওয়ার্ড যুবলীগ

Reporter Name 189 View
Update : Friday, December 28, 2018

রাসেল খান,

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করছেন ৫২নং ওয়ার্ড যুবলীগ। 

বৃহস্পতিবার দিনব্যাপী যুবলীগ নেতাকর্মীদের নিয়ে তুরাগের বিভিন্নস্থানে নৌকা প্রতিকের লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরনকালে যুবলীগ নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় যুবলীগ নেতাকর্মীরা বর্তমান সরকারের আমলে সারাদেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌছে দেন।

যুবলীগ নেতা সোহেল মিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে একাত্বতা প্রোশন করেন সাধারণ মানুষজন। যুবলীগ নেতাকর্মীরা লিফলেট বিতরনকালে বর্তমান সরকার ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহনের পর জাতির পিতার সুযোগ্য কণ্যার হাত ধরে সারাদেশের ন্যায় ঢাকা ১৮ আসনের বিভিন্ন উন্নয়নসহ সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের বিষয়গুলো সাধারণ মানুষকে অবহিত করেন।

নেতাকর্মীরা এসময় ঢাকা-১৮ আসনের বর্তমান সংসদ সদস্য উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য দুই দুইবারের সফল সংসদ সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন পূনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জেলার উন্নয়নকে অব্যাহত রাখতে আহ্বান জানান।

যুবলীগ নেতা রাজু আহাম্মেদ রিজবী জানান, আমরা যুবলীগের পক্ষ থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় সাধারন মানুষকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। রাজু আহাম্মেদ রিজবী আরো জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন আবারো বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করছেন। আর এই নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পক্ষে, যুবলীগ নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যুবলীগের নেতৃত্বে লিফলেট বিতরন ও নৌকা প্রতীকে ভোট চেয়ে যুবলীগ সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও জানান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর