August 7, 2025, 11:29 pm

পাকিস্তান দলে আবারো বিরাট বড় গণ্ডগোল!

Reporter Name 135 View
Update : Saturday, December 29, 2018

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় ইনিংসে একটা সময় ১ উইকেটেই ১০১ রান ছিল পাকিস্তানের। হাফসেঞ্চুরিয়ান ইমাম উল হক আউট হবার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারিদের ইনিংস। তিন নাম্বারে নামা শান মাসুদ (৬৫) লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৯০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অর্থাৎ শেষ ৯ উইকেটে তারা তুলতে পারে মাত্র ৮৯ রান।

 

দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৯ রানের। বোঝাই যাচ্ছে, পাকিস্তান আর কিছু রান করলে জয় পাওয়াটা কঠিনই হয়ে যেত প্রোটিয়াদের। হাতের মুঠোয় থাকা ম্যাচটি এমন করে ছেড়ে দেয়ায় শিষ্যদের উপর তো নারাজ হবেনই কোচ।

 

সেঞ্চুরিয়ান টেস্টে পাকিস্তানের ব্যাটিং ধ্বসের পর কোচ মিকি আর্থারের সঙ্গে নাকি দলের সিনিয়রদের এক চোট হয়ে গিয়েছে।

 

মিকি আর্থার বেশি ক্ষেপেছেন দলের সিনিয়রদের উপর। আজহার আলি, আসাদ শফিক আর অধিনায়ক সরফরাজ আহমেদের মতো সিনিয়রদের তাই ধুয়ে দিয়েছেন পাকিস্তান কোচ।

 

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের খবর-শুধু ধুয়ে দিয়েছেন বললে কম হবে। সবার সামনেই নাকি সিনিয়দের ভীষণরকমভাবে তিরস্কার করেছেন কোচ। তাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর