November 3, 2025, 2:09 pm

বিএনপির ভূল সিদ্ধান্তে ধানের শীষের ভোট পাচ্ছেন শামীম ওসমান

Reporter Name 282 View
Update : Saturday, December 29, 2018

 

ধারাবাহিক গৃহীত ভুল সিদ্ধান্তে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়তে ইসলাম নেতা মনির হোসেন কাসেমীর পরাজয় অনেকটা নিশ্চিত করেছে খোদ বিএনপি।

 

ওই আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের বিপরীতে প্রথমেই ধানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে দেওয়া হয়েছে অজ্ঞাত প্রার্থী কাসেমীকে।

 

এরপর বেশ কয়েকটি আত্মঘাতী সিদ্ধান্তকে বিএনপির ধানের শীষের বিশাল ভোটব্যাংক শামীম ওসমানের নৌকায় তুলে দেওয়ার মতো পদক্ষেপ বলে মনে করছেন বিএনপি নেতা-কর্মীরা।

 

বিএনপি নেতাদের অভিযোগ, শাহ আলম প্রথমে শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করবেন না বলে কৌশলে সরে দাঁড়ান। একই সঙ্গে কিছুতেই যেন সাবেক এমপি গিয়াসউদ্দিন ও সেন্টু মনোনয়ন না পান সেটিও চূড়ান্ত করেন। এতে চূড়ান্ত মনোয়ন পান শক্তিশালী শামীম ওসমানের বিরুদ্ধে দুর্বল কাসেমী।

 

এর মধ্যে গত চার দিন আগে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপি থেকে শামীম ওসমানকে সমর্থনের অভিযোগ এনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সেন্টুকে বহিষ্কার করে বিএনপি।-বাংলাদেশ প্রতিদিন


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর