August 7, 2025, 11:22 pm

‘ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দিলে ফরহাদই জিতবেন’

Reporter Name 134 View
Update : Saturday, December 29, 2018

 

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান। এদিকে মাশরাফি বিভিন্ন জনসভায় বক্তব্যকালে বলেন, ‘কোনোভাবেই যেন আমার প্রতিপক্ষ কষ্ট না পায়।’

এদিকে মাশরাফির এ বক্তব্যকে সাধারণ মানুষসহ বিরোধীরা স্বাগত জানালেও আওয়ামী লীগের কয়েকজন অতি উৎসাহী নেতাকর্মী, সমর্থক বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান বিভিন্ন সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী গণসংযোগে প্রতিপক্ষের লোকজন তাঁকে বাধা প্রদানসহ নেতাকর্মীদের মারপিট করেছে। নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।’

এদিকে নড়াইল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. নাজমুল করিম বাবু এ বলেন, ‘আমাদের মাশরাফি বিএনপির প্রার্থী থেকে এক লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হবেন।’

তাছাড়া লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, ‘সাধারণ মানুষ একচেটিয়া মাশরাফিকে ভোট দেবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত লাখ ভোট বেশি পাবেন তা এখন দেখার বিষয়।’

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় কয়েকজন নেতা গনমাধ্যমকে বলেন, ‘ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দিলে ফরহাদই জিতবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর