November 3, 2025, 9:30 pm

মাশরাফিকে সমর্থন দিয়ে সড়ে দাড়ালেন বিপক্ষ প্রার্থী

Reporter Name 199 View
Update : Saturday, December 29, 2018

 

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম প্রতীক)।

শুক্রবার সন্ধ্যায় সদর থানা সংলগ্ন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে মাশরাফির হাতে ফুল দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম বলেন, মাশরাফি বিন মর্তুজার জনপ্রিয়তা ও তার প্রতি হাজারো মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাই তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার দলের নেতাকর্মীরা এখন থেকে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির জন্য কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন এনপিপির জেলা সহ-সভাপতি নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান, সদস্য রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে গত ১৯ ডিসেম্বর বিকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় মাশরাফির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এ আসনের জাপা প্রার্থী (এরশাদ) ফায়েকুজ্জামান ফিরোজ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর