বগুড়ায় যমুনাটিভির অনুসন্ধানী সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সদর থানার মালতী নগর রিয়েল লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যমুনা টিভির দুই অনুসন্ধানী সাংবাদিকেরর উপর হামলা করা হয়েছে।
আহত সাংবাদিকরা হলেন, এস এম জিয়া ও তানভীর মিজান।
বৃহস্পতিবার দুপুরে অনুসন্ধানী নিউজ করতে গেলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।
২ঘন্টা তাদের আটকে রেখে তাদের উপর অত্যাচার চালানো হয়।
প্রতিবেদক এস এম জিয়া জানান, আমরা নিউজের তথ্য নিতে গেলে আমাদের উপর অর্তকৃত হামলা করে।
তিনি আরো বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই ১২ জন মিলে আমাদের মাররতে শুরু করে। ক্যামেরার কারড ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
এখন তারা বগুড়া সদর থানার মালতী নগর পুলিশ ফাড়িতে হেফাযতে আছেন।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর