আওয়ামী লীগকে মানুষ কখনোই ক্ষমা করবে না : ফখরুল
						ডেস্ক রিপোর্ট  | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কখনোই ক্ষমা করবে না।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, হয়েছে আওয়ামী লীগের। এ দলটি লজ্জা থাকলে আর কখনোই গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।’
তিনি বলেন, ভোট ডাকাতি, কারচুপি ও প্রহসনের এই ভোট দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। তারা অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। মূলত ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোটই হয়নি।
মির্জা ফখরুল সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান।
তিনি বলেন, আ. লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে, মানুষের আশা আকাঙ্খাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক ভবিষ্যৎ ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের দায়িত্ব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।


												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										