October 25, 2025, 10:20 pm

চিরনিন্দ্রায় শায়িত টাঙ্গাইলের সাবেক এমপি আবদুল বাতেন

Reporter Name 152 View
Update : Tuesday, January 22, 2019

টাঙ্গাইল | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
চিরনিন্দ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনীর প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সদ্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে ১১ টায় টাঙ্গাইলের নাগরপুরের কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। এ সময় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নাগরপুর-দেলদুয়ার উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। তাকে শেষ শ্রদ্ধা জানান রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেষ বারের মতো তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

উল্লেখ্য, তিনি গত রবিবার দিবাগত রাতে ঢাকার ন্যাম ভবনের বাসায় নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। পরে সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা শেষে তার মরদেহ নিজ বাড়ি নাগরপুরে আনা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর