October 25, 2025, 10:17 pm

নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে এসিডে ঝলসালো স্বামী

Reporter Name 171 View
Update : Tuesday, January 22, 2019

মাধবদী প্রতিনিধি | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
নরসিংদী মাধবদীর পৌলানপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। ওষুধ খাইয়ে অজ্ঞান করে আমান উল্লাহ নামে ওই স্বামী নিজ স্ত্রীর গায়ে এসিড ঢেলে দেয় বলে অভিযোগ করেছে স্ত্রী তাছলিমা। সোমাবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় আমান উল্লাহ।

তছলিমা জেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে। এসিডে দগ্ধ তছলিমাকে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যার পরিবারের লোকজন।

তছলিমার পরিবার জানান, তাছলিমাকে প্রায় ১৩ বছর পূর্বে মহিষাশুরা ইউনিয়নের বথুয়াদি গ্রামের সফুর উদ্দিনের ছেলে আমান উল্লাহর সাথে বিয়ে হয়। তারপর তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। বিগত কয়েক মাস পূর্বে আমান উল্লাহ আরেকটি বিয়ে করে। বিয়ের খবর তার স্ত্রী তাছলিমা জানতে পেরে পিতার বাড়ি পৌলানপুরে চলে আসেন।

স্বামী দ্বিতীয় বিয়ে করায় আমান উল্লাহকে শ্বশুরবাড়িতে জায়গা দিওয়া হতো না। আমান উল্লাহ কৌশলে শ্বশুরবাড়ির লোকদের বুঝিয়ে এবং স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে ঘটনার দিন রাতে তাছলিমার ঘরে রাত্রিযাপন করে। পরে স্বামী আমান উল্লাহ তার স্ত্রী তাছলিমাকে ঘুমের ওষুধ খাইয়ে ভোররাতে পুরো শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর