শুধু জিপিএ-৫ নয়, সোনার মানুষ চাই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়া জরুরি কিন্তু একমাত্র লক্ষ্য নয় জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সবচেয়ে জরুরি ভালো মানুষ, সুনাগরিক হওয়া। স্বশিক্ষায় শিক্ষিত হওয়া। শুধু জিপিএ-৫ নয়, আমি সোনার মানুষ চাই। সুস্থ মানুষ চাই। ইতিহাস-সংস্কৃতি, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবন জানা মানুষ চাই।’
মঙ্গলবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়ে দীপু মনি বলেন, ‘পরীক্ষার আগে পরীক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে ও ভালো ফল করবে। এমনটিই প্রত্যাশা করি।’
অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফল পাওয়া যায় না বলেও এসময় উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এদিকে আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আর সেজন্য ইতোমধ্যে ২৯ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি এই এক মাস সারা দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এসএসসি পরীক্ষাকে সামনে রেখে অভিভাবকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, ‘অপকর্মকারীরা অপকর্মের জন্য চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি সেই প্রশ্নপত্র পাওয়ার আগ্রহ না দেখান, তবে তারা লাভবান হবে না। আপনার সন্তানের ভবিষ্যত আপনাকেই গড়ে দিতে হবে। অভিভাবক হয়ে সন্তানকে অপকর্মের সঙ্গে জড়িত করবেন না। আমরা একত্রিত থাকলে যেকোনও পরীক্ষা সুন্দর, সফল ও ত্রুটিমুক্ত হবে।’
এসময় তিনি কোমলমতিদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ও মুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি গুরুত্বারোপ করেন।









