January 12, 2026, 4:58 pm

‘​তথ্য ফাঁস’ করায় দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

Reporter Name 218 View
Update : Tuesday, January 22, 2019

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:

দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক ফজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক ফজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় কর্মরত ছিলেন।

সাময়িক বরখাস্ত হওয়া দুদকের পরিচালক ফজলুল হক সম্পর্কে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হবে। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, এরপরও তো কোনো মাফ নেই।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর