November 4, 2025, 11:15 am

আমি থাকব না চলে যাব

Reporter Name 200 View
Update : Friday, January 25, 2019

নিউজ ডেস্ক | শুক্রবার,২৫ জানুয়ারি ২০১৯:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে বসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি তো কিছুই দেখছি না। আমি তো আপনাকেও (বিচারক) দেখছি না। আমি এখানে থাকব না, আমি এখান থেকে চলে যাব।’ গতকাল বৃহস্পতিবার গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানির জন্য আদালতে নেওয়া হলে আদালতে বসে এ কথা বলেন তিনি।

এর আগেও আদালতের স্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, ‘সাজা দিতে চাইলে দিয়ে দেন। আমি আর এ আদালতে আসব না। এ আদালতে আমার আইনজীবীরা বসতে পারেন না। অনেককে দাঁড়িয়ে থাকতে হয়।’ জানা যায়, গতকাল দুপুর ১২টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে কারাগার থেকে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ হাজির করা হয়। এরপর তাকে আদালতে এজলাসের বামপাশে পেশকারের পেছনে নির্দিষ্ট একটি জায়গায় বসানো হয়। এ সময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম ও মাসুদ আহম্মেদ তালুকদার বিচারককে বলেন, ‘কেন তাকে (খালেদা জিয়া) পৃথক করছেন? আপনি সিদ্ধান্ত দিয়ে তাকে সামনে নিয়ে আসেন। তাকে পৃথক রাখার কোনো সুযোগ নেই।’

তখন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আদালত তো এভাবেই নির্মিত। নিরাপত্তার স্বার্থে তাকে ওই জায়গায় বসানো হয়েছে।

পরে বিচারক বলেন, ‘আমি তো আজ নতুন। বিষয়টি আমি দেখব। আজ এখানেই থাকুক।’

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর