August 21, 2025, 12:37 pm

চাঁদের খনিজ আহরণের পরিকল্পনা

Reporter Name 244 View
Update : Friday, January 25, 2019

নিউজ ডেস্ক | শুক্রবার,২৫ জানুয়ারি ২০১৯:
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা) চাঁদের ভূপৃষ্ঠ থেকে খনিজসম্পদ আহরণের পরিকল্পনা করছে। চাঁদের বুকে খননের পরিকল্পনা এগিয়ে নিতে রকেট নির্মাতা প্রতিষ্ঠান আরিয়ানে গ্রুপকে দায়িত্ব দিয়েছে ইসা। খবর ডেইলি মেইলের।

তাদের চাওয়া, আকরিক থেকে পানি ও অক্সিজেন আহরণ করা। যা থেকে মহাকাশে অধিকতর অনুসন্ধানমূলক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি ও অন্যান্য উপাদান পাওয়া যাবে। আরিয়ানে আশা করছে, আরিয়ানে-৬ রকেটের ফোর-বুস্টার সংস্করণ আরিয়ানে-৬৪ চাঁদে অবতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বহনের ইউরোপিয়ান মিশন সফল করবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর