October 25, 2025, 10:14 pm

পিরোজপুরের মঠবাড়িয়ায় মিললো চিত্রা হরিণ

Reporter Name 166 View
Update : Thursday, January 31, 2019

পরিবেশ পর্যটন ডেস্ক | বৃহস্পতিবার,৩১ জানুয়ারি ২০১৯:
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের চিত্রা হরিণ।

মাঠাবাড়িয়া থানার পুলিশ জানিয়েছে, উপজেলার দক্ষিণ বেতমোর গ্রাম থেকে ওই চিত্রা হরিণটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে ওই গ্রামের মমিন হাওলাদার এর বাড়ির সামনে হরিণটি প্রথম দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ওই হরিণটিকে ধরতে সামর্থ হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. শওকত আনোয়ার জানায়, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি ধরাতে সামর্থ হই। পরে শরনখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ওই হরিণটি কীভাবে এসেছে এ ব্যাপারে নিশ্চিত নই, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বগী স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে মঠবাড়িয়া থানায় গেলে ওই হরিণটি আমাদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর