October 24, 2025, 11:38 pm

‘বিনামূল্যে যৌনতার প্রতিশ্রুতি দেবেন রাহুল গান্ধী’

Reporter Name 206 View
Update : Thursday, January 31, 2019

ভারত ডেস্ক | বৃহস্পতিবার,৩১ জানুয়ারি ২০১৯:
ভারতের বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বারবার বিতর্ক হয়। বরাবরই তার নানা কথা নিয়ে সৃষ্টি হয় এসব বিতর্ক। তবে এবার রাহুলকে খোঁচা দিয়ে কথা বলার জন্য ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক।

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতীয় বুদ্ধিজীবী ও সমাজকর্মী মধু কিশওয়ার। রাহুলকে নিয়ে এক টুইটে নিয়ে তিনি বলেন, ‘বছরের কয়েকটি দিনের জন্য সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষের বিনামূল্যে যৌনতার প্রতিশ্রুতি দেবেন রাহুল গান্ধী। সেই দিনের জন্য অপেক্ষা করুন।’

মধুর এমন টুইটে ভারত জুড়ে বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ কথার পাল্টা জবাব দেন। টুইটারে একজন লিখেছেন, ‘আপনি নিজে কি কখনও যৌনতার জন্য টাকা দিয়েছেন?’। টুইটারে আরেক ভারতীয় লিখেছেন, ‘সেক্স তো ফ্রি-ই… আমি কখনও গার্লফ্রেন্ডকে সেক্সের জন্য টাকা দিইনি। আপনি কি আপনার স্বামীর থেকে টাকা নেন?’

ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি রাহুল গান্ধী ছত্তিশগড় রাজ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে চাল ও গম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাহুলের এমন প্রতিশ্রুতির পরই বিতর্কিত মন্তব্যটি করেন মধু কিশওয়ার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর