July 30, 2025, 10:04 pm

সচেতনতা বৃদ্ধির লক্ষে উত্তরা ফায়ার সার্ভিসের রাত্রকালিন মহড়া

Reporter Name 210 View
Update : Thursday, February 7, 2019

রাছেল খান,
রাজধানীর উত্তরায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে রাত্রিকালীন সময়ে বহুতল ভবনে অগ্নিনির্বাপন মহড়া করেন ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ৯ টায় উত্তরা ৬ নম্বর সেক্টরস্থ শাহজালাল এ্যাভিনিউ আপডেট টাওয়ারে ১৪তলা বহুতল ভবনে এই মহড়া করেন উত্তরা ফায়ার সার্ভিস। রাত ৯টায় অগ্নিনির্বাপন মহড়া শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ জানান, রাজধানীতে রাত্রকালীন সময়ে বহুতল ভবনে যদি কোথাও কোন অগ্নিদূর্ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে অগ্নিনির্বাপন করা যায় তার জন্য এই ব্যতিক্রমধর্মী মহড়ার আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, মহড়ায় জনগনের জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে সচেতন করা হয়েছে।
মহাড়া শেষে তিনি আরো জানান, এ মহড়া বিষয়ে জানতে কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের কাছ থেকে এবিষয়ে সেবা (প্রশিক্ষণ) নিতে পারেন। আমরা তার ব্যবস্থা করবো।
রাত্রিকালিন এই মহড়ায় পুলিশ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি, উত্তরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পথচারী সহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর