August 6, 2025, 4:14 am

ক্যারিয়ারের সবচেয় বড় ব্রেক পেতে চলছেন শুভ!

Reporter Name 162 View
Update : Monday, February 18, 2019

বিনোদন ডেস্ক | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯:
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবর ছেপেছে: ৬০ বছর পর বড় পর্দায় ফিরে আসা অপু চরিত্রে নাকি অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। এ ছবিটি নির্মাণ করবেন শুভ্রজিৎ মিত্র।

এর আগে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘অপু’কে নিয়ে গত মাসে প্রখ্যাত বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর ‘অভিযাত্রিক—দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’ নামে এ ছবি নির্মাণের ঘোষণা দেন।

ছবিটির প্রধান চরিত্র অপুর ভূমিকায় আরিফিন শুভ যুক্ত হচ্ছেন—এমন ইঙ্গিত দিয়ে গত বুধবার টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘এখনো এ ছবিতে কারা অভিনয় করবেন, তা নিয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হয়নি। তবে আমরা শুনেছি, বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ, যিনি অপেক্ষা করছেন চলতি মাসেই তার অভিনীত “আহা রে” ছবির মুক্তির জন্য, তাকে কেন্দ্রীয় চরিত্র অপুর ভূমিকায় অভিনয়ের জন্য মনোনীত করা হয়েছে।’

আরিফিন শুভ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। এ নিয়ে এখন কোনো কথা বলতে চাই না।’

এ ছবিতে অভিনয়ের ব্যাপারে নির্মাতার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছে? এ প্রশ্নের উত্তরে আরিফিন শুভর যুক্তি, ‘ধরুন, একজন পরিচালকের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার কথাবার্তা হয়েছে। তার মানে কি এই যে আমিই ওই ছবিতে অভিনয় করছি? পরিচালক তো আমার মতো আরো ৩০ জন শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। সেখান থেকে তিনি যাকে খুশি তাকে নিতে পারেন।’

সত্যজিৎ রায় অপু ট্রিলজি বানিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ও অপরাজিত অবলম্বনে। আর অভিযাত্রিক ছবিটি নির্মিত হবে অপরাজিত উপন্যাসের শেষাংশ নিয়ে। ‘১৯৫৯ সালে সত্যজিতের অপু ট্রিলজি যেখানে শেষ হয়ে গেছে অপুর সংসারে, সেখান থেকেই এ নতুন ছবির কাহিনীর শুরু হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর