খেলার বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

রাসেল খান,
গাজীপুরে টঙ্গীতে বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর ভরান মুন্সিপাড়া রোড এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। নাহিদ স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদ এক পক্ষের হয়ে মীমাংসার জন্য গেলে সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগ কর্মী নাহিদকে অন্য গ্রুপের সদস্যরা ছুরিকাঘাত করলে ঘটনা স্থলে নাহিদ গুরুতর আহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে রাজধানীর কর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ কিংবা মামলা দায়ের হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনা হবে।
তবে নিহত নাহিদের বড় ভাই জুয়েল মাহমুদ পারভেজ জানান, শুক্রবার নাহিদ টঙ্গী ভরান এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। তিনি আরো জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয় আমার ভাইকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।