November 17, 2025, 5:17 am

বিএসএমএমইউ এলাকায় নিরাপত্তা জোরদার

Reporter Name 243 View
Update : Monday, March 4, 2019

ডেস্ক রিপোর্ট | সোমবার,৪ মার্চ ২০১৯:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৪ মার্চ) সকাল থেকেই বিএসএমএমইউ’র সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বেশকিছু পুলিশ সদস্য অবস্থান নিয়েছে।

সকাল থেকেই ক্যামেরাসহ কোনো সাংবাদিক হাসপাতালে প্রবেশ করতে পারছে না। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মুজিব জানান, সকাল ৭টা থেকে আমরা এখানে আছি। নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছি। নিরাপত্তার কার‌ণে সাধার‌ণের কো‌নো গা‌ড়ি বিএসএমএমইউতে প্র‌বেশ কর‌তে দি‌চ্ছি না।

তি‌নি আরও জানান, এছাড়া নি‌র্দেশনা অনুযায়ী কো‌নো নেতাকর্মীদেরও ভেত‌রে প্র‌বেশ কর‌তে দে‌য়া হবে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর