হরকাতুল জিহাদ নেতাসহ ১৪ ডাকাত আটক

ডেস্ক রিপোর্ট | সোমবার,৪ মার্চ ২০১৯:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হরকাতুল জিহাদের (হুজি) দুইজনসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) দিবাগত রাতে তাদের আটক করে মহানগর পুলিশ গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, দুই হুজি সদস্যসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ১০ কেজি গান পাওডার উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি মাসুদুর।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর