January 12, 2026, 11:15 am

সিরাজগঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্র স্থগিত

Reporter Name 199 View
Update : Sunday, March 10, 2019

নিউজ ডেস্ক | রবিবার,১০ মার্চ ২০১৯:
ভোটের দিনের প্রথম প্রহরেই সিরাজগঞ্জের একটি ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এ সময় জালভোট দেয়ায় সহযোগিতা করায় প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়।

আটককৃতরা হলেন, প্রিসাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিসাইডিং আব্দুল আলীম ও বেলাল হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, ভোটের আগের রাতেই অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বার বার চাপ প্রয়োগ করা হচ্ছে। এমতাবস্থায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা সম্ভব নয় বলে তার কাছে অভিযোগ করেন প্রিসাইডিং অফিসার।

পরে রাতেই তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর