December 1, 2025, 8:56 am

সন্ত্রাসীদের বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না

Reporter Name 194 View
Update : Monday, March 11, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার,১১ মার্চ ২০১৯:
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্নে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারো বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালাতে কখনও বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না।’

জাতীয় সংসদ ভবনে রোববার সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বৃত করে সাংবাদিকদের এ সব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত ও তাকে (রিভা গাঙ্গুলী) ভারতের হাইকমিশনার হিসেবে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

দায়িত্ব পালনে ভারতীয় হাইকমিশনারকে সর্বান্তকরণে সহযোগিতা করার আশ্বাস দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত সরকার এবং সে দেশের জনগণ বাংলদেশকে তার মুক্তিযুদ্ধ চলার সময় থেকেই সবসময় সহযোগিতা করে আসছে।’

এ সময় ভারত এবং বাংলাদেশ তাদের মধ্যকার দীর্ঘ সময় ধরে চলে আসা সীমান্ত সমস্যার সমাধান করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটি আমাদের মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার মতই একটি উদাহরণ হয়ে থাকবে। যেখানে সমস্যাটির সমাধানে ভারতের সংসদে সব দল একত্রিত হয়ে এতে সমর্থন ব্যক্ত করে।’

বিগত এক দশকে দেশের চমকপ্রদ উন্নয়নের চুম্বক অংশ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন সাধনই তার সরকারের মূল লক্ষ্য।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর