তুরাগে স্কুলছাত্রীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
আলিফ হাসান,
রাজধানীর তুরাগে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কানিজ ফাতেমা মনি (১৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ডিয়াবাড়ী স্কুল সংলগ্ন ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। সে কালচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি বগুনা জেলায়।
তুরাগ থানার ইন্সপেক্টর অপারেশন দুলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরত প্রতিবেদন তৈরি করেন। মনি দুই বোন এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। তার বাবার নাম আব্দুল কুদ্দুস। তবে ঠিক কারণে সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিছুই বলছে পারছে না। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর









