August 26, 2025, 7:07 pm

বঙ্গবন্ধুর জন্মদিনে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন আতিকুল

Reporter Name 190 View
Update : Sunday, March 17, 2019

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ মার্চ ২০১৯:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁও রেলক্রসিং সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে ঝাঁড়ু দিয়ে এ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সদ্য দায়িত্ব গ্রহণ করা ডিএনসিসি মেয়র আতিকুল।

এর আগে আলোচনা সভায় আতিকুল ইসলাম বলেন, আমাদের সম্পদ,লোকবল সীমিত কিন্তু আমাদের প্রত্যয় আছে কাজ করার। তাই ডিএনসিসির সবাইকে বলতে চাই আমাদের যা কিছু আছে তা নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে আসুন আমরা প্রতিজ্ঞা করি রাজধানী ঢাকাকে ভালোবেসে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। আসুন সবাই মিলে একটি পরিচ্ছন্ন সুন্দর ঢাকা গড়ি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দিন রাত ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন দেশের জন্য,জনগণের জন্য। তিনি যদি এত কাজ, পরিশ্রম করতে পারেন তাহলে আমরা কেন একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে পারবো না। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ হোকে ‘সবাই মিলে স্বপ্নের পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা গড়ে তুলি’।

এদিকে তেজগাঁও রেলক্রসিং থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত মেয়র আনিসুল হক সড়কের দুই পাশের দেয়াল হাতে আঁকা ছবি দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়াসে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্র কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।

রবিবার সকাল থেকেই তেঁজগাও স্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কের দুই পাশের দেয়ালে হাতে আঁকা চিত্র দিয়ে সাজিয়ে তোলার কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৮০ জন শিক্ষার্থী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ডিএনসিসি ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, ডিএনসিসির কর্মকর্তারাসহ শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী-সামাজিক-ব্যবসায়িক-পেশাজীবী সংগঠনের সদস্যরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর