November 18, 2025, 12:55 pm

নরসিংদীতে বৃদ্ধ শাহজাহান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name 173 View
Update : Thursday, March 21, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯:
নরসিংদীতে বৃদ্ধ শাহজাহান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহজাহান নামের ষাটোর্ধ এক বৃদ্ধকে গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তারা বৃদ্ধকে গলাকেটে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) সকালে শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা ছিলেন। জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর