December 1, 2025, 8:56 am

‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন ২৮ মার্চ পর্যন্ত’

Reporter Name 235 View
Update : Sunday, March 24, 2019

নিজস্ব প্রতিবেদক | রবিবার,২৪ মার্চ ২০১৯:
সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৬ হাজার ৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৫২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রোববার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন করার বিষয়টি খতিয়ে দেখতে ৬ এপ্রিল ঢাকায় আসছে সৌদি প্রতিনিধি দল। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬ হাজার ৫৭ জন, অবশিষ্ট আছে ৭শ ৫৯ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন হজযাত্রীর। অবশিষ্ট আছে ৪১ হাজার ৬শ ৯৪ জন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর