August 4, 2025, 11:16 pm

নিহতের সংখ্যা দাঁড়িয়েছ ৭, আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট

Reporter Name 155 View
Update : Thursday, March 28, 2019

রাসেল খান,
বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফ আর টাওয়ারে লাগা আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে এক শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

এ সব তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।

ফরমান বলেন, আগুনে ভেতরে থাকা অনেকেই প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে, ক্যাবলে তার বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণ ও ভেতরে আটকাপড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করে।

এর পর বিকেল ৩টার দিকে ভেতরে আটকা পড়াদের ক্রেন দিয়ে এক এক করে আটকাপড়াদের নামাচ্ছে ফায়ার সার্ভিসের দল।

আগুন নিয়ন্ত্রণ ও আটকাপড়াদের উদ্ধারে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর ফায়ার ২০ টি ইউনিট, নৌবাহিনীর ফায়ার ইউনিট ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট।

আগুনে আটকাপড়াদের ক্রেন দিয়ে ও এয়ার লিফটে করে এক এক উদ্ধার করে নামিয়ে আনা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি থেকে প্রায় অর্ধশতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক এই ভবনটিতে প্রায় হাজারখানেক লোক বিভিন্ন অফিসে কর্মরত বলে জানা গেছে।

ক্রেন এবং বিমান বাহিনীর এয়ার লিফট দিয়ে আটকেপড়াদের উদ্ধার করা হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাদের রাজধানীর বিভিন্ন? হাসপাতালে নেয়া হচ্ছে। আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে রাজধানীর সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আটকেপড়াদের খবর নিতে স্বজনরা ভবনটির চারপাশে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে ভেতরে আটকেপড়া স্বজনদের কারও কারও কথা হয়েছে। ভেতর থেকে হাত নাড়িয়ে ও জামা নীচে ফেলে বাঁচার আকুতি জানাচ্ছেন অনেকেকে। ভেতরে চিৎকার ও কান্নার রোল পড়েছে। উৎসুক হাজারো মানুষ সেখানে ভিড় করেছে। অনেকেই উদ্ধারকাজেও সাধ্যমত সহায়তা করছেন। তবে ভবনের আশেপাশে এখনও যাওয়া যাচ্ছে না।

তবে এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা থাকবেন কমিটিতে তাদের নাম পরে জানানো হবে।

বর্তমান আগুন আমাদের আওতার রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকতা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর