December 1, 2025, 8:55 am

এবার ঈদের ট্রেনের টিকিট বিক্রি রাজধানীর বিভিন্ন স্থানে

Reporter Name 195 View
Update : Friday, April 5, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,০৫ এপ্রিল ২০১৯:
ভোগান্তি ও জালিয়াতি রুখতে এবার পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ জানান তিনি। এর আগে তিনি কমলাপুর রেলস্টেশনের পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের মধ্যেই রেলওয়ে অ্যাপস চালু হতে যাচ্ছে। এই অ্যাপ চালু হলে রেলওয়ে যাত্রীদের সেবায় আমূল পরিবর্তন আসবে। তখন আর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে না যাত্রীদের। অনলাইনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে সাধারণ যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এভাবে ভোগান্তি নিয়ে টিকিট সংগ্রহ করতে হবে না। বর্তমান সরকার রেলের সেবা বাড়াতে, সাজাতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘পয়লা বৈশাখে আমরা ঢাকা-রাজশাহীর মধ্যে একটি বিরতিহীন ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছি। আশা করছি আমরা ট্রেনটি চালু করতে পারবো। ইন্দোনেশিয়া থেকে কোচ আনা হয়েছে সেগুলো সংযোজন করা হবে ট্রেনটিতে। এই ট্রেনটি বিরতিহীন হওয়ায় অন্য কোনো স্টেশনে দাঁড়াবে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।’

মন্ত্রী জানান, ঈদের সময় টিকিট সংগ্রহে যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়। এবার অ্যাপ চালুর ফলে সচেতন যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এই অ্যাপস ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমরা চিন্তা করছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিকিট বিক্রির উদ্যোগ নিতে। রেলওয়েকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে জনগণ রেলের সর্বোচ্চ সেবা পাবেন।’

এসময় রেলওয়ে মহাপরিচালক, রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কমলাপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর