August 4, 2025, 11:16 pm

রুমের ভিতর আটকা পড়া শিশুকে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস

Reporter Name 178 View
Update : Monday, April 15, 2019

রাসেল খান,
রুমের ভিতর আটকা পড়া ৪ বছরের একটি শিশুকে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উত্তরার ১৪ নাম্বার সেক্টর, ১৩ নাম্বার সড়কের, ৪৮ নাম্বার বাসার একটি রুমের লক ভেঙ্গে থেকে তাকে উদ্ধার করা হয়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন,আমরা ৯৯৯ থেকে কল পাই উত্তরা ১৪ নং সেক্টরের,১৩ নাম্বার সড়কের,৪৮ নাম্বার ৬ষ্ঠ তলা ভবনের ৩য় তলা একটি ৪ বছরের শিশু বাচ্চা আটকা পড়ে আছে। আমারা সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনা স্থলে যাই এবং দেখতে পাই রুমের ভিতর শিশু বাচ্চাটি কান্নাকাটি করছে । আমরা অত্যাধনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই।
তিনি আরো জানান তার বাবা ও মা অন্য রুমে টিভি দেখতেছিলেন। শিশু বাচ্চাটি পাশের রুমের ভিতর থেকে দরজা লক করে দেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও প্রতিবেশীরা বাচ্চাটিকে উদ্ধার করতে পারিনি। তারপর পরিবারের লোকজন ৯৯৯ কল দিলে উত্তরা ফায়ার সার্ভিস এর একটি চৌকস টিম বাচ্চাটি কে উদ্ধার করতে সক্ষম হয় । তিনি আরো জানান শিশু বাচ্চাটির বয়স ৪ বছর। রুমের ভিতর বিদ্যুৎ চালু ছিল এবং বড় ধরনের দূর্ঘটনা থেকে শিশুটি রক্ষা পেয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর