November 18, 2025, 3:33 pm

৯৬ ঘণ্টার ধর্মঘট: নরসিংদীতে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name 162 View
Update : Monday, April 15, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার ১৫ এপ্রিল ২০১৯:
মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাটকল শ্রমিকদের ডাকা ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করছে নরসিংদীর ইউএমসি জুট মিলস্ ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া-কামারগাঁও আঞ্চলিক সড়ক অবরোধ করে শ্রমিকরা।
এর আগে ইউএমসি জুট মিলের সামনে জামতলা পৌর শ্রমিক মঞ্চে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা।

ইউএমসি জুট মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর