August 2, 2025, 5:59 am

টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে সাংবাদিকের মৃত্যু

Reporter Name 182 View
Update : Tuesday, April 16, 2019
সাংবাদিক সিফাত চোকদার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাপের কামড়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের দৈনিক সভ্যতার আলো পত্রিকার ফটো সাংবাদিক সিফাত চোকদার (২৫) উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে তার নিজ দোকান সিফাত ভ্যারাইটিজ স্টোর খুললে ভেতরে থাকা বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে সাপের চিকিৎসার ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পাঁচ দিন পর সোমবার রাত ১২টায় তিনি মারা যান। মঙ্গলবার দুপর ২টায় উপজেলার গনাইসার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে তার জানাজায় নবনির্বাচিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর