October 26, 2025, 11:38 pm

অবশেষে জামিন পেলেন হিরো আলম

Reporter Name 188 View
Update : Thursday, April 18, 2019

ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯: স্ত্রীকে পিটানো ও যৌতুকের মামলায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে দায়ের করার মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ার কারণে আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।

হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন জানান, হিরো আলমের জামিন আবেদন শুনানির সময় তার স্ত্রী সুমি বেগম উপস্থিত ছিলেন। জামিন শুনানিকালে তিনি কোনো আপত্তি জানাননি।

হিরো আলমের স্ত্রী সুমি বেগম আদালতকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়। তিনি এখন স্বামীর সঙ্গে সংসার করবেন।

গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ার সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরেই রাতেই হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর