August 4, 2025, 11:16 pm

টিকিটের দাম বেশি রাখায় ‘দেশ ট্রাভেলস’কে জরিমানা

Reporter Name 183 View
Update : Thursday, April 18, 2019

ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯:
বাসের টিকিটের মূল্য বেশি রাখায় ঢাকা-নাটোর রুটের দেশ ট্রাভেলসকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা জেলা কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল বলেন, ‘রাহাত নবী নামের একজন অভিযোগ করেন, তিনি ২০১৮ সালের ২৮ জুন নাটোর যান। দেশ ট্রাভেলস তার কাছ থেকে ঢাকা থেকে নাটোর যাওয়ার এসি টিকিটের মূল্য (জনপ্রতি) ৯শ টাকা নেয়। পরের দিন (২৯ জুন) নাটোর থেকে একই ট্রাভেলসে ঢাকা আসেন। তখন তার কাছ থেকে নেয়া হয় (জনপ্রতি) ১৫শ টাকা।’ অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশ ট্রাভেলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার এ নিয়ে শুনানি শেষে আবদুল জব্বার আরও জানান, রাহাত নবী ২০১৮ সালের ৩০ জুন অভিযোগ করেন। চারবার শুনানির তারিখ দেয়ার পর আজ দেশ ট্রাভেলস শুনানিতে হাজির হয়। জরিমানার ২৫ শতাংশ টাকা রাহাত নবীকে দেয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর