দক্ষিণ আফ্রিকায় গির্জার দেয়ালধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯:
দক্ষিণ আফ্রিকার সমুদ্রবেষ্টিত কজুলু-নাটাল প্রদেশের এমপাঙ্গেনি শহরে একটি গির্জার দেয়াল ধসে পড়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) খ্রিস্টধর্মীয় ইস্টার উৎসব উপলক্ষে সেখানে বিশেষ অনুষ্ঠান চলছিল, তখন এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যম এখবর দিয়েছে।
অনুষ্ঠানের জন্য গির্জাটির বাইরে তাঁবু টানানো হয়েছিল। গির্জার ইটের দেয়াল ভেঙে পড়ার সময় ভেতরে বেশ কিছু লোক ঘুমিয়ে ছিলেন। একারণে হতাহতের সংখ্যা বেড়েছে।
বৃহস্পতিবার রাতভর বৃষ্টিপাতের কারণে এমনটি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর