শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক | সোমবার, ২২ এপ্রিল ২০১৯:
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ওই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা এ ঘটনার পর থকে চোরাচালানে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর