July 31, 2025, 10:35 am

গাজীপুরের টঙ্গীতে ফোমের গুদামে আগুন

Reporter Name 173 View
Update : Sunday, April 28, 2019

ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯:
গাজীপুরের টঙ্গীতে ফোমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার চেরাগআলী হাজী ইউসুফ আলী সরকার সুপার মার্কেটের ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই হযরত শাহজালাল বেডিং স্টোরের ফোমের গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

গুদামের মালিক জিয়াউল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, রোজার ঈদ সামনে রেখে প্রায় ১০ লাখ টাকার মালামাল গুদামে রেখেছিলাম। আগুনে সব পুড়ে গেছে।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর