August 6, 2025, 4:18 am

মৌসুমীর প্রশ্নের মুখোমুখি শাকিব খান!

Reporter Name 157 View
Update : Monday, April 29, 2019

বিনোদন ডেস্ক | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯:
অভিনেত্রী মৌসুমী এবার ভিন্নধর্মী একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এক ঘণ্টার পুরো অনুষ্ঠানজুড়ে অতিথি থাকবেন শাকিব খান। আর এটির পরিকল্পনা ও প্রযোজনা করবেন আফতাব বিন তমিজ।

তিনি গতকাল বলেন, এটি বেশ বড় একটি শো হতে যাচ্ছে। সামনে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব খান। তাকে ঘিরে এক ঘণ্টার একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। অনুষ্ঠানটি আমাদের সবার প্রিয়মুখ মৌসুমী উপস্থাপনা করবেন।

অনুষ্ঠানের নাম আপাতত রাখা হয়েছে ‘বায়োগ্রাফি অব শাকিব খান’। অনুষ্ঠানে শাকিব খানের ক্যারিয়ারের নানা বিষয় সম্পর্কে দর্শকরা জানতে পারবেন। এটিএন বাংলাসহ বেশকিছু চ্যানেলে আসছে ঈদে এটি প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন রিপন নাগ।

এদিকে শাকিব খান জানান, মূলত ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারণার অংশ হিসেবে এ অনুষ্ঠানটি করতে যাচ্ছি। এ অনুষ্ঠানে আমি ছাড়াও শোর মধ্যে বিভিন্ন সময়ে বুবলী, ইমনসহ ছবির টিমের অনেকে উপস্থিত থাকবেন। আশা করি, ‘পাসওয়ার্ড’ ছবিটি ও ঈদের এ অনুষ্ঠানটি দর্শকরা পছন্দ করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর