August 5, 2025, 3:41 am

ঢাকায় পুলিশের ওপর হামলার দাবি আইএস’র

Reporter Name 150 View
Update : Tuesday, April 30, 2019

নিউজ ডেস্ক | মঙ্গলাবার, ৩০ এপ্রিল ২০১৯:
রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর হামলা চালানোর দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী হিসেবে দাবিকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স সোমবার এই তথ্য প্রকাশ করেছে।

পল্টন থানা থেকে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু স্কয়ারে এক বোমা হামলায় দুই ট্রাফিক পুলিশ সদস্য এবং একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কারা ওই হামলা চালিয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর বাইরে সাম্প্রতিক সময়ে পল্টন থানার কোনো এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেনি।

সাইট ইন্টিলিজেন্সের তথ্যে বলা হয়, গেল প্রায় দুই বছরেরও বেশি সময় পর বাংলাদেশে এক হামলা চালানোর দাবি করেছে আইএস। দেশটির রাজধানী ঢাকায় পুলিশের ওপর তারা হামলা চালানোর দাবি করেছে। তবে ওই হামলা কখন চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি সাইটটিতে।

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রফিক বলেন, সন্ধ্যার পর বঙ্গবন্ধু স্কয়ারে এক বোমা হামলায় দুইজন ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই হামলায় একজন কমিউনিটি পুলিশ সদস্যও আহত হয়েছেন। এই হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া গত কয়েক দিনের মধ্যে আমাদের থানার অধীনের কোনো এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেনি। সূত্র- সময় নিউজ


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর