November 18, 2025, 6:20 pm

ভোলাহাটে পুলিশের লিফলেট বিতরণ

Reporter Name 153 View
Update : Tuesday, April 30, 2019

গোলাম কবির | মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশ আইনশৃংখলা বিষয়ে শর্তকরণ লিফলেট বিতরণ করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলের নেতৃত্বে তথ্য নির্দেশিকা লিফলেট বিতরণ করা হয়। উপজেলার ফুটানীবাজার, ইমামনগর বাজার, আমফাউন্ডেশন, উপজেলা পরিষদ দক্ষিণ গেট, মেডিকেল মোড়, বজরাটেক, আদাতলা, মুশরীভূজা, ঘাইবাড়ী, পোল্লাডাংগা, বড়গাছীবাজার, মান্নুমোড়সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে বাসা/বাড়ীর নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, সন্তানকে শপত আকারে শেখান, জঙ্গি নির্মূলে করণীয় ও মাদক প্রতিরোধে তথ্য উল্লেখিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাংগীর আলম, ডিএসবি’র এএসআই আজাদ, পুলিশের এএসআই আবুল কালাম আজাদসহ অন্যান্য পুলিশ সদস্যগণ। লিফলেট বিতরণের সময় কোন নাগরিক বিপদে বা প্রয়োজনে লিফলেটে উল্লেখিত গুরুত্বপূর্ণ ২৩জনের মোবাইল নম্বরে ফোন করতে অনুরোধ করা হয় অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর