August 6, 2025, 4:16 am

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

Reporter Name 153 View
Update : Tuesday, April 30, 2019

বিনোদন ডেস্ক | মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
বাংল চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এই অভিনেতাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের ছোটো ভাই সালেহ জামান সেলিম।

তিনি জানান, গত শুক্রবার (২৬ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। তাঁর প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত ১১টার দিকে তাঁকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, এটিএম শামসুজ্জামানকে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয়। সোমবার (২৯ এপ্রিল) চিকিৎসকদের পরামর্শে তাঁকে কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলের দিকে তাঁকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

সালেহ জামান সেলিম তার বড় ভাইয়ের জন্য দেশবাসী ও এটিএম শামসুজ্জামানের ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর