August 5, 2025, 1:30 am

মহান মে দিবসে কমিউনিটি পুলিশিং ইউনিট ২ এর আলোচনা সভা

Reporter Name 153 View
Update : Wednesday, May 1, 2019

রাসেল খান,
রাজধানীর বিমানবন্দর থানার জসিমউদ্দিন রোড় কাচাবাজার সংলগ্ন এলাকায় মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবস টি উদযাপিত হয় কাচাবাজার ব্যবসায়ী ও শ্রমিকরা।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ইউনিট ২ এর সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ নূরে আযম আলি, ওসি অপারেশন মুক্তার হোসেন, উক্ত অনুষ্টানটি পরিচালনা এবং সার্ভিক সহযোগিতা করেন বিমানবন্দর কমিউনিটি পুলিশিং ইউনিট ২ এর প্রচার সম্পাদক আইয়ুব আলি। অনুষ্ঠানে শেষে বিমানবন্দর থানার অফিসার ইনর্চাজ নূরে আযম মিয়াকে সম্মানোনা স্বারক প্রধান করেন কমিউনিটি পুলিশিং ইউনিট ২ এর প্রচার সম্পাদক আইয়ুব আলী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর