November 18, 2025, 6:17 pm

সাত সকালে সড়কে ঝড়লো ৩ প্রাণ

Reporter Name 147 View
Update : Thursday, May 2, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার,২ মে ২০১৯:
রাজশাহীর বাঘা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (০২ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

রাজশাহীর বাঘা থানার ওসি মহসিন আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ অপর দুই নারী যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তিনি জানান, বাসটি উদ্ধার উদ্ধারের চেষ্টা চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর