August 7, 2025, 5:12 am

ত্রিদেশীয় সিরিজে বৃষ্টির কারণে টসে বিলম্ব

Reporter Name 156 View
Update : Thursday, May 9, 2019

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার,৯ মে ২০১৯:
ডাবলিনের আকাশে মেঘ ছিল। একটু আগেও বৃষ্টি ঝরিয়েছি। আকাশ এখন পরিষ্কার। তবে হাড়ে কামড় দেওয়া ঠান্ডা বাতাস আছে। বৃষ্টির কারণে টসে হচ্ছে বিলম্ব। এমন বৃষ্টি ভেজা উইকেট আর ঠান্ডায় খেলা বাংলাদেশের জন্য কঠিন। তবে ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে কন্ডিশনকে শত্রু হিসেবে দাঁড় করানোর সুযোগ তাই মাশরাফিদের নেই। টসে জেতা দল সম্ভবত প্রথমে বল করতেই পছন্দ করবে।

প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে বাংলাদেশ দল বেশি সতর্ক হয়ে মাঠে নামবে। আগের নয় ম্যাচের ছয়টিতে জয় বাংলাদেশের। শক্তির বিচারে এগিয়ে তামিমরা। তার ওপর এই ম্যাচে হারলে উইন্ডিজকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস জলাঞ্জলি হবে। স্টিভ রোডসের শিষ্যদের চোখ তাই ধারাবাহিকতার দিকে।

বাংলাদেশ দল অবশ্য এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারে। টপ অর্ডারে এ ম্যাচে ফিরতে পারেন লিটন দাস। বিশ্বকাপের আগে তাকেও ঝালিয়ে নেওয়া দরকার দলের। ইনজুরি থেকে ওঠা পেসার রুবেল হোসেনেরও ম্যাচ খেলা দরকার। প্রথম ম্যাচে খরুচে মুস্তাফিজুর রহমান ছন্দে ফিরবেন এই প্রত্যাশাও দলের।

ওদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের চোখ জয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দুইশ’ রানের আগেই অলআউট হয় আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’ রানের বাধ মাড়াতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ভালো রান করতে চাইবে তারা। সঙ্গে ইংল্যান্ড ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে ফেলেছিল প্রত্যাশা করবে তেমন কিছুর। আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ড এবং ওপেনার পল র্স্টালিং টানা ৬১ ম্যাচ খেলার কীর্তি অপেক্ষায় আছেন।
বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যান্ডি বালর্বানি, লরকান টাকার, কেভিন ও’ব্রেইন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, টিম মুরতাগ, বেরি ম্যাককারটি, জস লিটিল, বডি র‌্যাংকিং।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর