November 18, 2025, 7:28 pm

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সহ নিহত ৩

Reporter Name 171 View
Update : Thursday, May 9, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার,৯ মে ২০১৯: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দৈনিক মাতৃকণ্ঠের এক সাংবাদিক সহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯টায় পর শিবপুর উপজেলার সোনাইমুড়ী ও কামারটেক সবুজ পাহাড় ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সোনাইমুড়ী পাহাড় সংলগ্ন রাস্তায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দিকে একই উপজেলার কামারটেক এলাকায় দুই জন পথচারী নিহত হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটানায় তিনজন মারা গেছে। তবে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। পথচারীদের খবরের ভিত্তিতে মহাসড়কে পরে থাকা লাশগুলো উদ্ধার করা হয়। তার মাঝে একজনের সাথে থাকা পরিচয় পত্র দেখে নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে। তিনি দৈনিক মাতৃকণ্ঠের সাংবাদিক আশিকুর রহমান সুমন। গ্রামের বাড়ী ভোলার চসিমুদ্দিন। নিহতর স্বজনদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবল এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর