August 31, 2025, 3:21 pm

ডাব পাড়তে গিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name 182 View
Update : Friday, May 10, 2019

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বরুণ বিশ্বাস নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বরুণের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। সে ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের খুব মেধাবী ছাত্র ছিল।
রাতে গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বরুণের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর