August 5, 2025, 3:44 am

উত্তরখানে মা-দুই সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name 138 View
Update : Monday, May 13, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার,১৩ মে ২০১৯:
রাজধানীর উত্তরখানের ৩৪/ডি ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা-দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে উত্তরখান থানা পুলিশ।

ঘরের ভিতর থেকে দূর্গন্ধ পেয়ে প্রতিবেশী নান্টু রাত সাড়ে ৮ টার দিকে উত্তরখান থানায় ফোন করলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এবং রুমের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন- মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশি (২৮) এবং প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। তাদের বাবা মৃত ইকবাল হোসেন। তাদের গ্রামের বাড়ী ভৈরব জেলায়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। পরে দরজা ভেঙে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন দিন আগে তারা মারা গেছেন। মরদেহে পচন ছিল। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর