November 18, 2025, 7:26 pm

নওগাঁর বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

Reporter Name 168 View
Update : Tuesday, May 14, 2019

ইউনুস আলী ফাইম, নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর বাইপাস সড়কের বোয়ালিয়া লাভা ইটভাটা সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় পলাশ (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়।
জানা যায়, নওগাঁ জেলা ট্রাক মালিক গ্রুপ অফিসের (রেজি রাজ-টি,ও,৩৪/২০০) চাঁদা আদায়ের সময় বাইপাসের পূর্ব মাথা থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পলাশ (৩৫) নিহত হয়।
নিহত পলাশ নওগাঁ সদর উপজেলার শাহাজাদপুর, দূগাপুর আলতাফ হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শী রানা বলেন, মঙ্গলবার বেলা ১২টায় সময় জেলা ট্রাক মালিক গ্রুপ অফিসের চাঁদা তোলার সময় পূর্ব দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পলাশ নিহত হয়। বিষয়টি আমরা নওগাঁ সদর থানা পুলিশকে অবগত করলে। পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে নওগা সদর হাসপাতালে প্রেরন করেন
এবিষয়ে নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করি এবং লাশটি মর্গে পাঠানো হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর