August 5, 2025, 3:33 am

উত্তরায় রিক্সাচালককে মারধোর করে রক্তাক্ত করলেন আনসার সদস্য

Reporter Name 145 View
Update : Wednesday, May 15, 2019

রাসেল খান,
যাত্রী নিয়ে মহাসড়ক সংলগ্ন সার্ভিস রোডে যাওয়ায় অপরাধে আনারুল (৩৮) নামের এক রিক্সাচালককে মারধোর করে রক্তাক্ত যখম করলো আনসার সদস্য।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এই ঘটনাটি ঘটে।
ঘটনার পর পর কৌশলে ট্রাফিক সদস্যদের সহযোগিতায় আনসার সদস্য পালিয়ে যায়।
ঘটনা পর উপস্থিত জনতা এবং শত শত রিক্সাচালকরা পুলিশ বক্স ঘেরাও করেন। পরে রাজলক্ষ্মী বক্সের টিআই আতিক ঘটনা স্থলে পৌছে আহত রিক্সাচালকে উত্তরা ক্রিসেন্ট হসপিটালে চিকিৎসা প্রধান করে। এবং আমাকে বলে কারো কাছে কিছু না বলতে কিছু বললে সমস্যা হবে। তাই আমি রিক্সা নিয়ে গ্যারেজে চলে আসি
এঘটনায় আহত রিক্সাচালক আনারুল (৩৮) অভিযোগ করে বলেন, বুধবার উত্তরার মার্কেট গুলো সাপ্তাহিক বন্ধ থাকে। আমি প্রতিদিন সার্ভিস রোডে আসি না আজ মার্কেট বন্ধ থাকায় আমি একজন যাত্রী নিয়ে এখানে আসি এবং যাত্রীকে নামিয়ে দেই টাকা ভাংতি না থাকায় একটু ধারাতেই আনসার সদস্য আমার গাড়িতে তালা মারতে গেলে আমি তার নিকট ক্ষমা চাই কিন্তু সে আমাকে তার হাতে থাকা লোহার সিকল দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে আমার কপাল ও মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে।
এবিষয়ে রাজলক্ষ্মী পুলিশ বক্সের টিআই আতিকে বারবার ফোন করা হলেও সে ফোন ধরেনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর