August 31, 2025, 7:54 am

নওগাঁয় মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র উদ্ধারে সফলতা অর্জনে শ্রেষ্ট এস,আই নির্বাচিত মিজান

Reporter Name 185 View
Update : Thursday, May 16, 2019

ইউনুস আলী ফাইম নওগাঁ প্রতিনিধি,
নওগাঁ জেলায় মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কৌশল আবলম্বনে ও ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন আপরাধিদের আটক অভিযানে সফললতা অর্জন করায় নওগাঁ
জেলার শ্রেষ্ট ডিবি, এস, আই মিজান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার নওগাঁ পুলিশের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ট ডিবি এস আই হিসেবে মনোনীত করে শ্রেষ্টত্বের বিশেষ পুরষ্কার ক্রেষ্ট প্রদান করেন নওগাঁ পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বিপিএম । এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন থানার ওসি, এসআই সহ পুলিশ সদস্য অনেকেই উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর