November 18, 2025, 8:36 pm

নওগাঁয় মৌসুমি অপরাধী ধরতে তৎপর ডিবি পুলিশ

Reporter Name 175 View
Update : Thursday, May 23, 2019

ইউনুস আলী ফাইম, নওগাঁ প্রতিনিধি.
ঈদকে সামনে রেখে প্রতিবছর বেড়ে যায়
মৌসুমি অপরাধীদের তৎপরতা। রাজধানী থেকে শুরুকরে দেশের বিভাগ,জেলা এমন কি গ্রাম গুলোতে ও প্রতারণার ফাঁদ পাতে এসব চক্র। অন্য বারের মতো এবারেও তৎপর রয়েছে একাধিক প্রতারক চক্র। এমনত অবস্থায় আগে থেকেই সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। নওগাঁয় ঈদের কেনাকাটার ব্যাস্ততা বেড়ে যাওয়াই ছিন্তাই সহ মৌসুমি অপরাধী ধরতে এরই মধ্য অভিযান শুরু করেছেন ডিবি ও পুলিশ। এসব অপরাধী ধরতে গোয়েন্দা বেশে শহরের ব্যাস্ত জায়গা ও শপিংমলগুলোর আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন ডিবির একাধিক সদস্য। এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম বলেন, ঈদকে
সামনে রেখে জাল টাকার কারবারী,অজ্ঞান,মলম পাটি ও সিনতাইকারী চক্রের সদস্যরা সক্রিয় রয়েছেন। তাই শহরবাসীদের নিরাপত্তায় এসব মৌসুমী অপরাধীকে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে। ডিবি অফিসারদের ভিন্ন ভিন্ন সিফটে শহরের ব্যাস্ততম স্থান ও শপিংমলগুলোতে অভিযান করা সহ বাস,ট্রামিনাল এলাকাগুলোতে যাত্রীদের যেন কোন নিরাপত্তাহীনতা ও ভোগান্তী না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নওগাঁর পুলিশ সুপার নিজেই ক্রেতা সেজে বিভিন্ন মার্কেটের দোকনগুলোতে গিয়ে বিক্রেতাদের সাথে সার্বিক বিষয়ে মত বিনিময় করা সহ অগ্নিপ্রতিরোধক
মেশিন ও সিসি ক্যামেরা ব্যাবহারে উৎসাহ প্রদান করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর